প্রতিষ্ঠান প্রধান/অধ্যক্ষের বাণী
মো. ওয়ারেছ আলী - অধ্যক্ষ/ প্রতিষ্ঠান প্রধান
শিক্ষায়-ঐতিহ্যে-উৎকর্ষে শিফা'র অগ্রযাত্রা!
জ্ঞান এক বিশেষ আলো যা অন্ধকার দূর করে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করে। অক্সিজেন ছাড়া যেমন বেঁচে থাকা কল্পনাতীত, তদ্রুপ নৈতিকতা বিবর্জিত শিক্ষায় মুক্তির আশা অসম্ভব। বিশ্বায়নের যুগে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ও মুক্তির নিশ্চায়নে নৈতিক ও যুগোপযোগী শিক্ষার অনুপম সমন্বয় অপরিহার্য। মানবতার মুক্তির জন্য প্রেরিত ঐশী বাণী মহাগ্রন্থ আল-কুরআনের পঠন-পাঠন ও প্রায়োগিক চর্চা না থাকায় বিশ্বসভ্যতায় ইপ্সিত শান্তি আজ সুদূরপরাহত। তাই, বিদ্যালয় কার্যক্রমের আওতায় কোরআনিক অধ্যয়ন, ইংরেজি ভাষা শিক্ষা, তথ্যপ্রযুক্তির জ্ঞান এবং ইসলামি শিল্প-সংস্কৃতি-বিনোদনের উপর গুরুত্বারোপ করে ডিজিটাল পদ্ধতির সমন্বয়ে আদর্শ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার অভীষ্ট লক্ষ্যেই “শিফা ইন্টারন্যাশনাল স্কুলের” অগ্রযাত্রা।
এ অগ্রযাত্রার একজন সুহৃদ অংশীজন হিসেবে আপনার আদরের প্রাণপ্রিয় সন্তানকে আমাদের বিষয়ভিত্তিক দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকবৃন্দের প্রত্যক্ষ এবং নিবিড় তত্ত্বাবধানে শ্রেণিকক্ষের পড়া শ্রেণিকক্ষেই সম্পন্ন করানোর মাধ্যমে একবিংশ শতাব্দীর যোগ্য মানবসম্পদে পরিণত করাই আমাদের মহান ব্রত।
আগামীর “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণের প্রত্যয়ে “শিফা ইন্টারন্যাশনাল স্কুলে” অধ্যয়নরত প্রত্যেক কোমলপ্রাণ শিক্ষার্থীকে নৈতিক গুণসম্পন্ন দক্ষ, সচেতন ও আধুনিক নাগরিক হিসেবে প্রস্তুত করা বিদ্যালয় পরিচালনার প্রকৃত দর্শন ।
